গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা শেরপুর। এই জেলার সদরে বারঘরিয়া গ্রামের কৃতি সন্তান মহান জাতীয় সংসদের হুইপ, শেরপুর ১ আসনের সংসদ সদস্য জনাব আতিউর রহমান আতিক এমপি মহোদয়ের নামে আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় এক অনন্য ও পথিকৃত প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্মার্ট বাংলাদেশ রূপকল্প-২০৪১ কর্মসূচির পূর্ণরূপ দানের জন্য প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ ও শিক্ষিত একটি জনগোষ্ঠি। সরকারি ঘোষিত ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মাধ্য একটি উন্নত দেশে পরিণত করার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতির আর্থসামাজিক ও সাংষ্কৃতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের অনেক মনীষী, পণ্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতীর স্বাক্ষর। প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলন ও মহান মু্ক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়েরও গর্বিত অংশীদার। নানা সীমাবদ্ধতার মধ্যেও আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে স্কুল পর্যায়ে এটি এখনো দেশের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।
আমি ইহার সাফল্য কামনা করি।
প্রধান শিক্ষক
নাম | ক্যাটাগরি | পদবী |
---|---|---|
মোঃ আবু হানিফ | কার্যকরি পরিষদ | সভাপতি |
মোঃ এলজনী লেবু মিয়া | শিক্ষক প্রতিনিধি | শিক্ষক প্রতিনিধি |
মোঃ মোজাফ্ফর আলী | শিক্ষক প্রতিনিধি | শিক্ষক প্রতিনিধি |
কামরুন নাহার | শিক্ষক প্রতিনিধি | শিক্ষক প্রতিনিধি |
মোঃ আজিজুল হক | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |
মোঃ এনামুল হক | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |